Unibijoy 2.0 FoR AVRO 5.5 & 5.6
Bijoy compatible Unicode layout
বাংলা টাইপিং এ জনপ্রিয় বিজয় কি-বোর্ডটি কিছুটা পরিবর্তিত করে ব্যবহার করেছিল অভ্র। কিন্তু বিজয়ের লেআউট ব্যবহার করায় মোস্তফা জব্বার আইনগত ব্যবস্থা নেয়ায় অভ্র কি বোর্ড ইউনিবিজয় লে-আউটি সরিয়ে নেয়। পরবর্তীতে অনেক সাইট ইউনিবিজয় কিবোর্ডটি আলাদা ভাবে ডাউনলোড করতে দেয়। দুর্ভাগ্যজনক ভাবে অভ্রের সর্বশেষ ভার্সনে সেই লেআউটও গ্রহণ করছে না। এখানে ঈষৎ পরিবর্তিত একটি লেআউট দেয়া হলো যাকে আনজিপ করে ডবল ক্লিক করলে ইউনি বিজয় কিবোর্ড কাজ করবে। (আপডেট: যদি কাজ না করে তবে লেআউটটি রিনেম করে যে কোন ভিন্ন নাম দিতে পারেন। অভ্রকে রিস্টার্ট করবেন। unibijoy.com কে এ সামান্য কাজটির জন্য ব্যাকলিংকে স্বীকৃতি জানালে অগ্রিম কৃতজ্ঞতা থাকলো।আপডেট: লেটেস্ট অভ্রতে বিজয় নাম থাকলে কিবোর্ড লেআউট লোড হয় না। ub কিবোর্ডে সে সমস্যা থাকবে না।